৮০০ গোলের মাইলফলক ছুঁলেন মেসি

খেলার সময় তখন গড়িয়েছে ৮৯ মিনিটে। রেফারি শেষ বাঁশি বেজে উঠবে পরের মিনিটেই। আর সেই মুহূর্তেই দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে বসেন লিওনেল মেসি। তাতে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন, সঙ্গে গড়েছেন ক্যারিয়ারের নতুন মাইলফলক।

সর্বকালের সেরা এই ফুটবল তারকার মেসির পেশাদার ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে গোল সংখ্যা হয়েছে ৮০০টি। যার মধ্যে আর্জেন্টিনার জার্সি গায়ে করেছেন ৯৯টি।

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোল সংগ্রাহকের দুই তালিকাতেই মেসির অবস্থান তৃতীয়তে। সব ম্যাচ মিলিয়ে তার গোল এখন ৮০০। যা করতে লেগেছে তার ১ হাজার ১৬টি ম্যাচ। এই তালিকায় তার ওপরে আছেন দুজন। তালিকার শীর্ষে আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ১ হাজার ১৫৬ ম্যাচ খেলে তিনি করেছেন ৮৩০ গোল।

তবে এই তালিকার দুই নম্বরে থাকলেও মেসি ও রোনালদোকে ছাড়িয়ে গেছেন অস্ট্রিয়া-চেক প্রজাতন্ত্রের হয়ে খেলা জোসেফ বিকান। মাত্র ৫৩০ ম্যাচ খেলে তিনি করেছেন ৮০৫টি। প্রতি ম্যাচে গড়ে ১.৫১ টি করে গোল করেছেন তিনি। তবে আর মাত্র ৫টি গোল করলেই তাকে ছাড়িয়ে যাবেন মেসি।

Check Also

বার্সার হারে, রিয়ালের ড্রয়ে মৌসুম শেষ

বার্সার হারে, রিয়ালের ড্রয়ে মৌসুম শেষ

স্প্যানিশ লা লিগার মৌসুম রোববার রাতে শেষ হয়েছে। মৌসুমের শেষ ম্যাচে বার্সেলোনা ২-১ ব্যবধানে হার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *