ঢাবি ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাবি ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অনার্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (৫ জুন) বেলা ১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ২১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেয়।

মেধাস্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) দেখা যাচ্ছে। এছাড়া প্রার্থী এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।

Check Also

নৌকার বাইরে ভোট করলে ৭ তারিখের পরে অস্তিত্ব থাকবে না

নৌকার বাইরে ভোট করলে ৭ তারিখের পরে অস্তিত্ব থাকবে না

যারা বিদ্রোহী প্রার্থী ট্রাক মার্কার ভোট করবেন, আমি আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই- পার্শ্ববর্তী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *