বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন

বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন

বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন হাবিবুর রহমান সোহান। আজ বাংলাদেশ ক্রিকেট লিগের একাদশতম আসরের তৃতীয় রাউন্ডে উত্তরাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাঞ্চলের দেওয়া ২০২ রানের লক্ষ্য টপকাতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন এই ওপেনার। ৭টি করে চার-ছয়ের মারে ৪৯ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

এতেই রেকর্ড বইয়ে নিজের নাম উজ্জ্বল করেন এই ডানহাতি ব্যাটার।

বাংলাদেশের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজার দখলে। ফতুল্লায় ২০১৬ সালে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫০ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

১৮টি লিস্ট ‘এ’ ম্যাচে এটি তাঁর দ্বিতীয় শতক। সেঞ্চুরি করে সোহান থামেন ১১৭ রানে। ৬১ বলের ইনিংসে বাউন্ডারি থেকে তুলেছেন ৯০ রান। যেখানে ৬টি ছক্কার সঙ্গে চারও ৯টি।

Check Also

‘মানসিকভাবে আরও শক্তিশালী হওয়া দরকার’-সদ্য জাতীয় দলে ডাক পাওয়া দিপু

‘মানসিকভাবে আরও শক্তিশালী হওয়া দরকার’-সদ্য জাতীয় দলে ডাক পাওয়া দিপু

গতকাল দিপুকে রেখে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিন বাদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *