বিএনপি আরো দুই দিনের কর্মসূচি ঘোষণা করল

বিএনপি আরো দুই দিনের কর্মসূচি ঘোষণা করল

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে আরো দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচির ঘোষণা দেন।

রিজভীর ঘোষণা অনুযায়ী, ২৯ ও ৩০ ডিসেম্বর জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

গত মঙ্গলবার থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণে তিন দিনের কর্মসূচি পালন করছে দলটি।

এ কর্মসূচির আজ শেষ দিন। গত তিন দিনে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও অঙ্গসংগঠনের নেতারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে ভোট বর্জনের আহ্বান জানান।

কিন্তু জনগণকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে, আইন-শৃঙ্খলা বহিনীকে দিয়ে তারা ভোট দেওয়াতে চায়। যেখানে মানুষের মন থেকে ভোট দেওয়ার কোনো আগ্রহ নাই সেখানে হুমকি দিয়ে সে ভোটে নেওয়া যাবে না। জনগণ একতরফা তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কাফরুলে অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন রিজভী। সে সময় তিনি বলেন, ‘একটি অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরাসহ সমস্ত দল সংগ্রাম করছি জনগণের ভোটের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য।

Check Also

Better Online Blackjack Casinos the real deal Currency: Win Larger casino Karamba $80 no deposit bonus Now

Simultaneously, striking when the dealer’s upcard try solid will likely be a smart circulate, as …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *