রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ জন এবং চুরির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন।

ওসি মহসীন বলেন, নির্বাচনের সুযোগ নিয়ে অপরাধীরা যাতে চুরি, ছিনতাই করতে না পারে সেজন্য বিশেষ অভিযান শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারই অংশ হিসেবে বুধবার ১৬ জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। এর মধ্যে চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৯ জনকে গ্রেপ্তারর করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল হালিম (৪২), আরিফ (২৭), সেন্টু (৪০), অলি খন্দকার (৩৬) ও মানিক (২৯), ছিনতাইয়ের অভিযোগে মো. শাকিল (৩০) ও মধু মিয়া (২২) এবং চুরির অভিযোগে মোহাম্মদ হাবিব (২৩) ও মোহাম্মদ হাশেমকে গ্রেপ্তার করা হয়।

Check Also

নৌকার বাইরে ভোট করলে ৭ তারিখের পরে অস্তিত্ব থাকবে না

নৌকার বাইরে ভোট করলে ৭ তারিখের পরে অস্তিত্ব থাকবে না

যারা বিদ্রোহী প্রার্থী ট্রাক মার্কার ভোট করবেন, আমি আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই- পার্শ্ববর্তী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *